ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪৪, ১৪ নভেম্বর ২০২৪
নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর আহমেদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা 

বুধবার (১৩ নভেম্বর) রাতে সদর উপজেলার গোগনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর আহমেদ গোগনগর ইউনিয়নের গোপচর এলাকার মৃত মোহর আলীর ছেলে। তিনি পেশায় গাড়িচালক। 

আটককৃতরা হলেন- একই এলাকার আমীর ও ফয়সাল।

নিহতের ভাই জসীম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমীর, ফয়সালসহ পাঁচজনের সঙ্গে কথা বলতে বসে আমার ভাই। পরে সে মোবাইলে আমাদের যেতে বললে ছুটে গিয়ে দেখি সে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের ৩ জন দৌড়ে পালিয়ে যায়। সেখানে থাকা আমীর ও ফয়সালকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তাকে মারধর ও পিটিয়ে হত্যা করা হয়েছে।’ 

সদর মডেল থানার উপ-পরিদর্শক ফজর আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা/অনিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়