ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৪, ১৪ নভেম্বর ২০২৪
ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

নীলফামারীর ডোমারে পারিবারিক কলহে ছেলে সিদ্দিকের (২৮) ধারালো দায়ের কোপে বাবা রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন। 

ইউপি সদস্য আব্দুল খালেক জানান, বিকেলে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সাথে তার ছেলে সিদ্দিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে সিদ্দিক ঘরের ভিতর হতে ধারালো দা এনে তার বাবা রবিউল ইসলামের কোমরে ও হাতে উপর্যুপরি কোপ মারে। এতে রবিউল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ছেলে সিদ্দিক তার বাবাকে কোপ মেরে পালিয়ে যায়। 

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঢাকা/ইয়াছিন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়