ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

লেক থেকে পাওয়া মরদেহটি ব্যবসায়ী জসিমের, জানালো পুলিশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪৭, ১৪ নভেম্বর ২০২৪
লেক থেকে পাওয়া মরদেহটি ব্যবসায়ী জসিমের, জানালো পুলিশ

ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেকপাড়ে পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহটির পরিচয় পাওয়া গেছে। লাশটি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী ও সস্তাপুর ঈদগাহ মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন মাসুমের। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানান তিনটি পলিথিন ব্যাগে একজন পুরুষের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গিয়েছিল।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানান, আমরা গতকাল যে খণ্ডিত লাশ পেয়েছিলাম, তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তিনি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের। ইতিমধ্যে এই ঘটনায় আমরা অভিযান পরিচালনা করেছি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/অনিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়