ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

কৃষকের জালে আটকা পড়লো ৫ ফুট দৈর্ঘ্যের বিষধর ‘শঙ্খিনী’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১৪ নভেম্বর ২০২৪  
কৃষকের জালে আটকা পড়লো ৫ ফুট দৈর্ঘ্যের বিষধর ‘শঙ্খিনী’

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর ‘শঙ্খিনী’ সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। 

বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার পূর্ব মধুখালী গ্রামের কৃষক চান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপটি উদ্ধারের সময় অ্যানিমেল লাভার্স সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।

 

অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা জানান, কালোর মধ্যে হলুদ ডোরা এ সাপটি ওই কৃষকের জালে আটকা পড়ে। এসময় স্থানীয়রা আতংকিত হয়ে সাপটি মারার চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা সাপটি জীবিত উদ্ধার করতে পেরেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান তারা।

কৃষক চান মিয়া জানান, আমার বাড়িতে জাল দিয়ে রেখেছিলাম, যাতে কোনো বিষাক্ত কিছু প্রবেশ করতে না পারে। রাতে ওই জালে সাপ আটকা পরে। আমরা স্থানীয়রা সাপটি মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু বন্যপ্রাণী নিয়ে কাজ করা সদস্যরা এসে সাপটি উদ্ধার করে এবং উপকারী সাপ মারা যাবেনা বলে জানায়।

অ্যানিমেল লাভারস সদস্য আদনান রাকিব বলেন, ‘শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকিস্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে।’

ঢাকা/ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়