ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আমির হোসেন আমু। ফাইল ছবি
ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানি চিনুসহ ৫৯ জনের নামে মামলা দায়ের হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে ঝালকাঠি থানায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও পিপি অ্যাডভোকেট মান্নান রসুলকেও আসামি করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ কমিশনার সড়কে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এসময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায়। কার্যালয়ের ভেতরে পেট্রোল বোমা মেরে আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়।
মামলার বাদী জিয়াউল ইসলাম জুবায়ের জানান, স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে মামলা দায়ের করেছি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ৫৯ জনের নামে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমুর বিরুদ্ধে আরো ১৫টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গত ৬ নভেম্বর ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন।
ঢাকা/অলোক/ইমন