ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

‘বসে বসে বেতন’ নিতে চাননি শহীদ আবু সাঈদের দুই ভাই 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৯, ১৪ নভেম্বর ২০২৪
‘বসে বসে বেতন’ নিতে চাননি শহীদ আবু সাঈদের দুই ভাই 

আবু সাঈদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল

বসে বসে বেতন নিতে চাননি, তাই চাকরি ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি অবগত করে তারা দুজন চিঠি দেন।

বুধবার (১৩ নভেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

তিনি বলেন, ‘গত ৮ অক্টোবর বসুন্ধরা গ্রুপের একজন অফিসার বাসায় এসে আমাদের দুই ভাইকে নিয়োগপত্র দিয়ে যান। আমাকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা গ্রুপ।

‘কিন্তু এরপর থেকে অফিশিয়ালি কোনো যোগাযোগ হয়নি। এমনকি আমাদের কি কাজ হবে সে বিষয়েও পরিষ্কার করেননি। এক মাস পেরিয়ে যখন আমরা বিষয়টি বুঝতে পারলাম বসে বসে অন্যের বেতন নেওয়া ঠিক হবে না। তাই গতকাল আমরা দুই ভাই লিখিতভাবে ডাকযোগে অব্যাহতিপত্র হেড অফিসে প্রেরণ করেছি।’ 

‘নিয়োগের নামে মাসে মাসে টাকা না দিয়ে এর চেয়ে এককালীন অনুদান দেওয়াই ভালো ছিল,’ বলেন রমজান আলী।

আবু সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, ‘গত মাসে নিয়োগপত্র পাওয়ার পর থেকে অফিসে সময় দিতে পারিনি। সংসার নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়। এজন্য অফিসে সময় না দিয়ে মাস শেষে বেতন নেওয়া দৃষ্টিকটু লাগে। যার কারণে চাকরি থেকে আমি অব্যাহতি নিয়েছি।’

এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিন রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা গণমাধ্যমকে বলেন, ‘আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।’

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের খবর অনুযায়ী, গত ৯ অক্টোবর গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে তার দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর নিয়োগপত্র দেন। এর একদিন পর ১০ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পান শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন।

গত ৬ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

ঢাকা/আমিরুল/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়