ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপে সংঘর্ষ, দুই চালকসহ আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৪ নভেম্বর ২০২৪  
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপে সংঘর্ষ, দুই চালকসহ আহত ৬

পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের লৌহজংয়ে বাস ও পিকআপে সংঘর্ষে দুই চালকসহ ৫ জন আহত হয়েছেন। বাস ও পিকআপের দুই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে মাওয়ামুখি সোহাগ পরিবহন ও বিপরীতমুখি পিকআপে এ সংঘর্ষ ঘটে। 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে গাড়িতে আটকে পড়া আহতদের উদ্ধার করে। এদেরকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকায় নেওয়া হয়েছে।

আহতরা হলেন, মাগুরা সদর এলাকার সোহাগ (২৪) ও আসাদুজ্জামান (৬৫), খুলনা সোনাডাঙ্গার আরাফাত (৩৫), খুলনা সদর এলাকার হাসিব আলী (২৬), যশোর কোতোয়ালি থানা এলাকার মানিক (১৯) ও হারুন অর রশিদ (৪০)।

শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘সকাল সাড়ে ৮ টার সময় দুর্ঘটনার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গাড়ির ভিতরে আটকাপড়া অবস্থায় দুই পরিবহনের চালকসহ ৫ জনকে উদ্ধার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।’

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘পিকআপ ও বাসের সংঘর্ষে আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাস ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে।’

ঢাকা/রতন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়