ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৪ নভেম্বর ২০২৪  
চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের চড়ের মাঠ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সকাল ৮টার দিকে বোয়ালমারী গ্রামের এক ব্যক্তি ট্রিপল নাইনে পুলিশকে জানায়, বোয়ালমারী গ্রামের মাঠের একটি পান বরজের পাশের জঙ্গলের মধ্যে এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পুলিশ এ খবর ঘটনাস্থল থেকে অনুমান ৩০ বছর বয়সের অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের শরীরে হলুদ রঙের পোশাক ও সাদার উপরে লাল ব্লু রঙের ছাটা ওড়না ও একটি ব্যাগ পাওয়া যায়। 

তিনি আরও জানান, মরদেহটি ১৫ থেকে ২০ দিন ধরে মাঠের জঙ্গলের ভেতরে পড়ে ছিল। চারপাশে মরদেহের গন্ধ ছড়ালে স্থানীয়রা টের পায়। অজ্ঞাতনামা মরদেহের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। নাম-পরিচয় উদঘাটনে আইনি প্রক্রিয়া চলছে। আর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়