ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিতর্কিত লোক উপদেষ্টা হলে জনগণও জবাব দেবে: জাহিদ হোসেন

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৪ নভেম্বর ২০২৪  
বিতর্কিত লোক উপদেষ্টা হলে জনগণও জবাব দেবে: জাহিদ হোসেন

রংপুরে আলোচনাসভায় বক্তব্য রাখেন এজেডএম জাহিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত লোক নিয়োগ দিলে শুধু ছাত্ররাই নয়, জনগণও এর সমুচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময়ে দোসরের ভূমিকায় থাকা লোকজন উপদেষ্টা পরিষদে জায়গা পেলে এর ফল ভালো হবে না।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা জানান তিনি। একইসঙ্গে বিপ্লব পরবর্তী পরিবর্তনমুখী মানুষকে দীর্ঘ সময় ভোটবিমুখ করে না রাখার আহ্বানও জানান তিনি।

বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন তার কর্মী বাহিনী অনলাইনে অপ-তৎপরতা চালানোর চেষ্টায় লিপ্ত। এসব না করে জনগণের কাছে আওয়ামী লীগ কর্মীদের ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি।

আরো পড়ুন:

এ সময় এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়তে চান। আমরা বিএনপি তাকে স্বাগত জানাই।’ তবে চট করে আসলে প্রচলিত আইনে ন্যায় সঙ্গতভাবে বিচারের মুখোমুখি হওয়ারও আহ্বান জানান তিনি। 

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগরে আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ অন্যান্য নেতারা। 

সকল নেতার বক্তব্যে আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র উঠে আসে।

আমিরুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়