ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

শাশুড়িকে হত্যার অভিযোগ জামাতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৩, ১৪ নভেম্বর ২০২৪
শাশুড়িকে হত্যার অভিযোগ জামাতার বিরুদ্ধে

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামাতার বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার নয়ালাঙ্গা ইউনিয়নের বাবুপুর-মিরাটলি পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত সাকিনা বেগম ওই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি-চাঁদপুর এলাকার মৃত শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত টুটুল পলাতক রয়েছেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সম্প্রতি সাকিনা বেগম মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার রাতে খাবার খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। ঘুমন্ত অবস্থায় মেয়ের জামাই টুটুল তাকে শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, টুটুল মানসিক ভারসাম্যহীন রোগী।

আরো পড়ুন:

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়