মুন্সীগঞ্জে হত্যার দায়ে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আমৃত্যু কারাদণ্ড পাওয়া তিন আসামি
মুন্সীগঞ্জে অটো চালককে হত্যা মামলায় তিন আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মুছা সরকার, নজরুল ফরাজী ও সবুজ চৌকিদার।
মামলার এজাহার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের মল্লিক রায় দিঘীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তে জানা যায়, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটো ছিনতাই করে চালক হিমেল মীরকে হত্যা করে মরদেহ ফেলে গেছে। হিমেল মুন্সীগঞ্জ সদরের গোসাইবাগ এলাকার সাইজুদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তিন আসামির মামলায় সম্পৃক্ততা না থাকায় খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পিপি মোস্তাফিজুর রহমান বলেন, তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এ রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার হাসান সাইদ রছি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
রতন/বকুল