ঢাকা     বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৫ ১৪৩১

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১৪ নভেম্বর ২০২৪  
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নাঈম। ফাইল ফটো

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নাঈম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে নাঈমের চাচা মশিউর রহমান টিটু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইতালির লেচে শহরে এ দুর্ঘটনা ঘটে। নাঈম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মল্লিক গ্রামের সাইদুর মিয়ার ছেলে। প্রায় চার বছর আগে ইতালি যান তিনি।

মশিউর রহমান টিটু বলেন, বাসা থেকে স্কুটি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাঈম। পথে একটি প্রাইভেটকার স্কুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নাঈম। দুর্ঘটনার সময় প্রাইভেটকার চালক মদ্যপ ছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। তিনি ইতালির নাগরিক। তাকে গ্রেপ্তার ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে।

আরো পড়ুন:

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়