ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গাজীপুরে ২২ ইউপির দায়িত্বে প্যানেল চেয়ারম্যান

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৪ নভেম্বর ২০২৪  
গাজীপুরে ২২ ইউপির দায়িত্বে প্যানেল চেয়ারম্যান

গাজীপুর জেলার চার উপজেলার ২২ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ সকল ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দায়িত্বে অনুপস্থিত রয়েছেন। এ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন:

আদেশে উল্লেখ করা হয়, কাপাসিয়া, কালিয়াকৈর, কালীগঞ্জ ও শ্রীপুর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হলো।

দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলেন, কাপাসিয়া উপজেলায় বারিষাব ইউনিয়ন পরিষদে মো. কামাল হোসেন (প্যানেল-১), দুর্গাপুর ইউনিয়ন পরিষদে মো. কাইয়ুম মোল্লা (প্যানেল-১), কড়িহাতা ইউনিয়ন পরিষদে মো. লুৎফর রহমান (প্যানেল-১), টোক ইউনিয়ন পরিষদে অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল হোসেন, রায়েদ ইউনিয়ন পরিষদে মো. আবু সায়েম (প্যানেল-১), ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে লুৎফুন্নাহার মুক্তা (প্যানেল-১), তরগাঁও ইউনিয়ণ পরিষদে হাবিবুর রহমান (প্যানেল-১) ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদে মো. ওবায়দুল কবির (প্যানেল-১)।

কালিয়াকৈর উপজেলায় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে মো. আছানুদ্দিন (প্যানেল-১), ফুলবাড়ীয় ইউনিয়ন পরিষদে জয়নাল আবেদীন (প্যানেল-১), চাপাইর ইউনিয়ন পরিষদে শহিদুল ইসলাম (প্যানেল-১), মৌচাক ইউনিয়ন পরিষদে ফিরুজা বেগম (প্যানেল-২), শ্রীফলতলী ইউনিয়ন পরিষদে মো. আব্দুস সালাম ও ঢালজোড়া ইউনিয়ন পরিষদে এনায়েত হোসেন গজনবি (প্যানেল-১)।

কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আইয়ুব বাগমার (প্যানেল-৩)।

শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়ন পরিষদে মো. মতিউর রহমান (প্যানেল-১), তেলিহাটি ইউনিয়ন পরিষদে মো. মোবারক হোসেন মুরাদ (প্যানেল-১), কাওরাইদ ইউনিয়ন পরিষদে মো. আব্দুল সামাদ (প্যানেল-২), গাজীপুর ইউনিয়ন পরিষদে মিনারা আক্তার (প্যানেল-৩) ও গোসিংগা ইউনিয়ন পরিষদে ফারুক আহম্মেদ (প্যানেল-১)।

সহকারী পরিচালক হাসিবুর রহমান বলেন, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের প্যানেল চেয়ারম্যানদের তালিকার ভিত্তিতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
 

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়