৩ মাস পর খুলল সাফারি পার্ক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ৩ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য আজ শুক্রবার (১৫ নভেম্বর) খুলে দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুরের পর থেকে পার্কটি বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম। পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
রফিকুল ইসলাম আরও জানান, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে শুক্রবার থেকে চালু হচ্ছে। আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা পার্কটি চালু করছি। ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগ পর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। তবে পার্কের পূর্বের নাম বহাল থাকলেও বর্তমানে পার্কটি গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম চালানো হবে।
ঢাকা/রফিক/ইমন