ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৫৮, ১৫ নভেম্বর ২০২৪
কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ 

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল আহসান নাসিরকে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় অপসারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত পত্রে ঐ চেয়ারম্যানের পরিবর্তে একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড সদস্য মো. মনিরুজ্জামানকে আর্থিক ও প্রশাসনিক দ্বায়িত্ব নেওয়ার আদেশ প্রদান করা হয়। 

অপসারিত চেয়ারম্যান নাজমুল আহসান নাসির এম বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ৫ আগস্ট সরকার পতনের পর এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় ১০ জন সদস্য চেয়ারম্যানের অনুপস্থিতি ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের জন্য বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিতে নাজমুল আহসান নাসিরকে গত ১১ নভেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী এম বালিয়াতলী ইউনিয়নের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামানকে আর্থিক ও প্রশাসনিক দ্বায়িত্ব দিতে একটি পত্র সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন।

বরগুনা স্থানীয় সরকার বিভাগের একটি স্মারক ও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অন্য এক স্মারকের বরাতে এম বালিয়াতলী ইউনিয়নের দৈনন্দিন কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩, ১০১, ১০২ ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামানকে আর্থিক ও প্রশাসনিক কাজ করার আদেশ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। 

এব্যাপারে নাজমুল আহসান নাসিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ‘চেয়ারম্যান কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় জনসেবা ব্যহত হচ্ছিল। তাই তাকে অপসারণ করা হয়েছে।’ 

ঢাকা/ইমরান/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়