ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৬ নভেম্বর ২০২৪  
শেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়া এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৬ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে মায়ের চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পথে নালিতাবাড়িতে দুর্ঘটনার শিকার হন আমিরন খাতুন (২৫) নামের ওই নারী। 

আমিরন খাতুন নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার মেয়ে এবং নকলা উপজেলার জনৈক রুবেল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে শুক্রবার বিকেলে শেরপুরে চিকিৎসার জন্য নিয়ে যান তার মেয়ে আমিরন খাতুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। বাড়ির কাছাকাছি পৌঁছালে ভাঙা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা আকস্মিকভাবে ঝাঁকুনি দেয়। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আমিরন।

নালিতাবাড়ি থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/তারিকুল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়