ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টেকনাফে ২০ হাজার ইয়াবা ও পিস্তল উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৫, ১৬ নভেম্বর ২০২৪
টেকনাফে ২০ হাজার ইয়াবা ও পিস্তল উদ্ধার

ইয়াবা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৬ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং বালুখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ক্যারেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরেকটি অভিযানে হোয়াইক্যং চেকপোস্ট পাড়ার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

আরো পড়ুন:

চোরাচালান ও মাদক কারবারিদের চিহ্নিত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়