ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:১৫, ১৭ নভেম্বর ২০২৪
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের অনুভূতি। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর বাড়তে থাকে শীত। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা আচ্ছাদিত থাকছে পথঘাট। ক্রমশ কমছে তাপমাত্রাও।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৬টায় এ জেলায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা চলতি মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

এর আগে, শনিবার (১৬ নভেম্বর) একই সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন:

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘কয়েকদিন ধরে এখানে ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছিলো। আজকে তা নেমে এসেছে ১৫ দশমিক ৬ ডিগ্রিতে। দিন দিন তাপমাত্রা আরও কমবে।’

ঢাকা/নাঈম/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়