ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৬, ১৭ নভেম্বর ২০২৪
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (১৫) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণসহ দুইজন নিহত হয়েছে। নিহত অপরজন বৃদ্ধা, তার পরিচয় পাওয়া যায়নি।

নিহত ইব্রাহিম মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর আলী ছেলে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া নামক স্থানে দুই মোটরসাইকেলে সংঘর্ষে ইব্রাহিম রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর শহরের উপকণ্ঠে ইম্প্যাক ফাউন্ডেশনের কাছে রাস্তার উপর বৃদ্ধা নারীর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিষয়টি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিহত ওই নারীর শরীরের বিভিন্ন অংশ থেতলানো বলে হাসপাতাল থেকে জানানো হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/ফারুক/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়