ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

কাপ্তাই জাতীয় উদ্যানে ছাড়া হলো উদ্ধার করা অজগর

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৫, ১৭ নভেম্বর ২০২৪
কাপ্তাই জাতীয় উদ্যানে ছাড়া হলো উদ্ধার করা অজগর

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে সাত ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। অজগরটির ওজন আট কেজি। রোববার (১৭ নভেম্বর) সকালে অজগরটি অবমুক্ত করা হয়।

এ সময় বন বিভাগের কর্মকর্তা ও ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) সদস্যরা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে স্থানীয়রা অজগরটি দেখতে পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যদের খবর দেন। পরে রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। এরপর তারা উদ্ধারকৃত অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

মহিউদ্দিন আরও বলেন, কেউ যদি লোকালয়ে বন্যপ্রাণী দেখেন, তাহলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ অথবা রেসকিউ টিমকে খবর দেবেন; তারা এসে উদ্ধার করবে। এ সময় বন্যপ্রাণীকে আঘাত না করতে সবাইকে আহ্বান জানান তিনি।

ঢাকা/শংকর/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়