ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নরসিংদীতে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪২, ১৭ নভেম্বর ২০২৪
নরসিংদীতে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলা

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাবেক ছাত্রদল নেতা সাম্মির রহমান টিপু বলেন, গত ১৪ নভেম্বর চরমান্দালিয়ায় দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও দোকানপাটে লুটপাট চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে রোববার আহত নেতা-কর্মীদের দেখতে চরমান্দালিয়ায় গেলে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

আরো পড়ুন:

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়