ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাগুরার গ্রামে লাঠি খেলা ও গ্রামীণ মেলায় মুগ্ধ দর্শনার্থী

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৭ নভেম্বর ২০২৪  
মাগুরার গ্রামে লাঠি খেলা ও গ্রামীণ মেলায় মুগ্ধ দর্শনার্থী

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাচ গ্রামে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। আর লাঠি খেলাকে ঘিরে আয়োজন ছিলো গ্রামীণ মেলার। 

শনিবার (১৬ নভেম্বর) বিকালে ঘোড়ানাচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ লাঠি খেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। লাঠি খেলায় ১০টির বেশি লাঠিয়াল দল অংশগ্রহণ করে মুগ্ধ করেন দর্শকদের।

আয়োজন কমিটি জানায়, আধুনিকতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই মাগুরা ঘোড়ানাচ সর্দার ফাউন্ডেশনের এই লাঠি খেলার আয়োজন।

লাঠিয়াল দলের লাঠি খেলার কসরত দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। বিশেষ করে ষাটোর্ধ্ব বয়সী লাঠিয়ালদের কসরতও ছিলো প্রশংসনীয়।

আযোজক কমিটির সভাপতি গোলাম হোসেন বলেন, এখানের লাঠি খেলা ও গ্রামীণ মেলা শত বছরের ঐতিহ্য। মেলায় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। প্রতিটি বাড়িতেও এসেছেন আত্মীয়-স্বজন। এই লাঠি খেলা ও মেলাকে ঘিরে পুরো এলাকাজুড়েই ছিলো উৎসবের আমেজ।

ঢাকা/শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়