বাগেরহাটে ১৮০ মণ জাটকা উদ্ধার, ১০ জেলের জরিমানা
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ জেলেকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় ট্রলার দুটি আটক করে কোস্ট গার্ডের সদস্যরা। পরে ট্রলারে তল্লাশি করে ১৮০ মণ জাটকা ইলিশ ও ১২ লাখ মিটার কারেন্ট জাল পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা ১০ জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জেলেদের ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একইসঙ্গে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা এবং জাটকা ইলিশগুলো স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিতরণের নির্দেশ দেন।
মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জিত কুমার বলেন, জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জাটকা স্থানীয় ১৫টি এতিমখানা ও অস্বচ্ছল মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিকর কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ঢাকা/শহিদুল/বকুল