রাজশাহীতে যুবলীগ কর্মী মিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যুবলীগ কর্মী মিম হত্যার বিচার দাবিতে মানবন্ধন
রাজশাহীতে যুবলীগ কর্মী মিম (২৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে নিহতের পরিবার। মানববন্ধন থেকে মিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
নিহত মিম নগরের রামচন্দ্রপুর মহল্লার বাসিন্দা ছিলেন। গত ২৬ অক্টোবর মিমকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন মিম, এমন কথা প্রচার করে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় মিমকে। তবে খুনের এ ঘটনা পূর্ববিরোধের কারণে। মিম হত্যায় রুবেল নামের স্থানীয় এক যুবদল কর্মী নেতৃত্বে ছিলেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
মানববন্ধনে মিমের মা কেয়া বেগম বলেন, ‘‘এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নেতৃত্বদানকারী রুবেলের আমরা ফাঁসি চাই। রুবেল গ্রেপ্তার হলেও এখনও বাকি আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। আমাদের কেউ নেই বলে আমরা কোনো বিচার পাচ্ছি না।’’
তিনি বলেন, ‘‘রুবেল সন্ত্রাসী। আর আমরা খুব অসহায়। আমাদের পাশে একটা লোক নেই। দেখেন, কয়জন মাত্র লোক এসেছি এলাকা থেকে। কেউ ভয়ে আসতে চাচ্ছে না। রুবেল জেলে থাকলেও রাসেল, অমিত, রিফাত, রবিন, আরিফ, সাজ্জাদ, সাব্বির, মারুফ, সাগরসহ অনেকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পুরো পরিবারকেই শেষ করে দিতে চায় তারা।’’
মানববন্ধনে নিহতের ভাই কৌশিক ইসলাম সাগর, নানী জাহানারা বিবি, প্রতিবেশী আরাফাত হোসেন, মো. শাকিব প্রমুখ বক্তব্য দেন। তারাও মিম হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
ঢাকা/কেয়া/বকুল