ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

খেলতে গিয়ে আঘাত পেয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩০, ১৭ নভেম্বর ২০২৪
খেলতে গিয়ে আঘাত পেয়ে শিশুর মৃত্যু

ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচরে খেলতে গিয়ে আঘাত পেয়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে, শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারও আগে, গত ১৩ নভেম্বর উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের আব্দুল কাদিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি হলো- একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের মো. দুলালের ছেলে তামিম হোসেন। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া গণমাধ্যমকে এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামিম নানার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত। গত ১৩ নভেম্বর বাড়ির উঠানে ইসমাইল (৫) ও জুনায়েদ (৭) নামে দুই শিশু খেলা করছিল। হঠাৎ ইসমাইল ও জুনায়েদের মধ্যে ঝগড়া লাগে। তখন ইসমাইল হাতের কাছে থাকা দা জুনায়েদকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। সে সময় জুনায়েদ সরে গেলে উঠানে খেলতে থাকা তামিমের কপালে গিয়ে দা পড়ে। এতে শিশুটির মাথা কেটে যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান স্বজনেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তামিমকে বাড়িতে নিয়ে আসা হয়। ১৫ নভেম্বর রাতে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/সুজন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়