ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

বাসযাত্রীর জুতার ভেতর মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৭ নভেম্বর ২০২৪  
বাসযাত্রীর জুতার ভেতর মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ 

উদ্ধারকৃত স্বর্ণ ও গ্রেপ্তার দ্বীজেন ধর

ফেনীতে জুতার ভেতরে করে পাচারকালে ১ হাজার ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দ্বীজেন ধর (৩৯) নামে চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাস তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। গ্রেপ্তার দ্বীজেন ধর চট্টগ্রামের রাউজান থানার কেউটিয়া বনিকপাড়ার মৃত শুধাংশু বিমল ধরের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অবৈধ স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় অবস্থান নেন। পরে ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের বাস তল্লাশি করলে সন্দেহজনকভাবে দ্বীজেন ধরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করেন।

মো. হাবিবুর রহমান বলেন, এ সময় তার পায়ের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাহাব/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়