সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ও পরে সোনারগাঁও ছাড়াও নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করছে।
রোববার (১৭ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে।
রোমান মিয়া নামে ওই কারখানার শ্রমিক জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরছে এক ভবন থেকে আরেক ভবনে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট এবং পরে আগুনের তীব্রতা বাড়লে ৭টি ইউনিট পাঠাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/অনিক/ইমন