ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১৮ নভেম্বর ২০২৪  
শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে’ ভাইরাল হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

জাহাঙ্গীর আলম গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দফতর সম্পাদক এবং পৌর শহরের হিরক পাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেই মামলার আসামি যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে শনিবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুরের বিষয়টি সোমবার নিশ্চিত হওয়া যাবে। 

এর আগে গত ৭ নভেম্বর গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে ৮৯ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।

ঢাকা/মাসুম/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়