ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এবার বান্দরবানে পর্যটকদের জন্য চালু হয়েছে ছাদখোলা বাস

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:০৫, ১৮ নভেম্বর ২০২৪
এবার বান্দরবানে পর্যটকদের জন্য চালু হয়েছে ছাদখোলা বাস

হিল ভিউ কনভেনশন হলের সামনে ছাদখোলা বাস। সোমবার বেলা ১১টার দিকে। ছবি: রাইজিংবিডি

বান্দরবানের পর্যটন শিল্পের প্রসার ও বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াতে পর্যটকদের জন্য চালু হয়েছে ছাদখোলা বাস। জেলায় প্রথমবারের মতো এই সার্ভিস চালু করেছে হিল ভিউ নামে একটি আবাসিক হোটেল কর্তৃপক্ষ।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে হিল ভিউ কনভেনশন হলের সামনে ছাদখোলা বাসের উদ্বোধন করা হয়। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের মেরিন ড্রাইভে পর্যটকদের জন্য বিআরটিসির ছাদখোলা বাস চালু হয়েছে।

হোটেল হিল ভিউ কর্তৃপক্ষ জানায়, বাসে চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলায়ের মতো দর্শনীয় স্থানগুলো সহজেই ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বাসে মোট ৩০টি সিট রয়েছে।

ছাদখোলা বাসচালক ফুরকান মিয়া বলেন, বাসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি গান-বাজনা শোনার ব্যবস্থা রয়েছে। পর্যটকরা বান্দরবানের সবগুলো দর্শনীয় স্থান এই বাসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। 

হোটেল হিল ভিউ ট্যুরিস্ট বাসের স্বত্বাধিকার কাজল কান্তি দাশ বলেন, পাহাড়-নদী-ঝর্ণা বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যেরে লীলাভূমি বান্দরবান। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন। পর্যটকরা যেন নিরাপদ ও আরামদায়কভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেই চিন্তা থেকেই ছাদখোলা বাস সার্ভিস চালু হয়েছে।

ঢাকা/চাই মং/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়