ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৮ নভেম্বর ২০২৪  
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট নগরীতে ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে ১৫-২০ জনের একদল তরুণ। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেওয়া হয়। মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় নগরের দরগাহ গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে শেখ হাসিনার পক্ষে মিছিল বের হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ছবি ও ভিডিওচিত্রে দেখা যায়, ১৫-২০ তরুণ মিছিল করছেন। তাদের প্রায় সকলের মুখে মাস্ক পরা ছিল। দরগাহ গেট থেকে মিছিল শুরু করে চৌহাটা আসার আগেই ব্যানার গুটিয়ে ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। মিছিলের ব্যানারে লেখা ছিল— ‘‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাঁটি, অবৈধ আইসিটি কোর্ট জনগণ মানে না, গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’’। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিল। এছাড়াও ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ স্লোগানও লেখা ছিল।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ স্লোগানের পাশাপাশি ‘‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’’, ‘‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’’, ‘‘এই সিলেটের মাটি ছাত্রলীগের ঘাঁটি’’— এমন স্লোগান দেন। তবে এ সময় সড়কে পুলিশ দেখা যায়নি। যান চলাচলও কম ছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ রকম কোনো মিছিলের কথা তিনি শোনেননি। খোঁজ নিয়ে দেখছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 
 

ঢাকা/নুর/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়