অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সাচনা-বেহেলী সড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আশিকনূর (৪০) ও একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুয়েত ফেরত প্রবাসী আশিক নূর এ মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার টিকেট কনফার্ম হওয়ায় তার বন্ধু সুলেমান মিয়াকে নিয়ে রাত সাড়ে ৯টায় সাচনা বাজারে নতুন কাপড় কেনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে অটোরিকশা চালক ইয়ামিন (১৮) সাচনা বাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাওয়ার পথে রাজাপুর ব্রিজের কাছে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আশিক নূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ আলী বাদী হয়ে অটোরিকশা চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা করেছেন। অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।
ঢাকা/মনোয়ার/বকুল