ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

৫ মাথার খুলিসহ ‘ভুয়া’ কবিরাজ গ্রেপ্তার, কারাদণ্ড

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০২, ১৮ নভেম্বর ২০২৪
৫ মাথার খুলিসহ ‘ভুয়া’ কবিরাজ গ্রেপ্তার, কারাদণ্ড

সোমবার দুপুরে আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর মহল্লায় রেজাউল করিমের আস্তানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

বিভিন্ন রোগের চিকিৎসার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে রেজাউল করিম (৪৫) নামে এক ভুয়া কবিরাজকে গ্রেপ্তারের পর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তার কাছ থেকে পাঁচটি মাথার খুলি, তজবি, ত্রিশূল, একটি লোহার বড় চেনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর মহল্লায় রেজাউলের বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট নাহারুল ইসলাম।

সাজাপ্রাপ্ত রেজাউল ধলেশ্বর মহল্লার মৃত আবু বক্কার হোসেনের ছেলে।  

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কবিরাজ রেজাউল করিম দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে অপচিকিৎসা দিয়ে আসছিলেন। পাবনা জেলার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধলেশ্বর মহল্লার রেজাউলের বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় সেখান থেকে পাঁচটি মাথার খুলি, তজবি, ত্রিশূল, একটি লোহার বড় চেনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারায় ভুয়া কবিরাজ রেজাউলকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম বলেন, ‘ভুয়া কবিরাজকে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিলেন সাধারণ মানুষদের কাছ থেকে।’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কামরুজ্জামান, এনএসআই পাবনার সহকারী পরিচালক ও পুলিশ সদস্যরা।

ঢাকা/শাহীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়