ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পরিত্যক্ত অবস্থায় ২ আগ্নেয়াস্ত্রসহ গুলি জব্দ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১৮ নভেম্বর ২০২৪  
পরিত্যক্ত অবস্থায় ২ আগ্নেয়াস্ত্রসহ গুলি জব্দ

পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে অস্ত্র ও গুলি জব্দ করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি হাসান বাসির। 

ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন ব্যবসায়ী রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা রাখা হবে। ভবিষ্যতে যদি তদন্ত করে অস্ত্রের মালিককে পাওয়া যায় তখন মামলা করা হবে।

আরো পড়ুন:

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়