ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

বরগুনায় খাটের নিচে মিললো পলিথিন ও জাল

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৮ নভেম্বর ২০২৪  
বরগুনায় খাটের নিচে মিললো পলিথিন ও জাল

জব্দকৃত পলিথিন

বরগুনা সদরের ফুলঝুড়ি বাজারের একটি বসত ঘর ও একটি গোডাউন থেকে আট মণ পলিথিন একং এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় শান্তি পোদ্দার নামে এক ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমারা করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এতথ্য জানান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে ফুলঝুড়ি বাজারের শান্তি পোদ্দার নামে এক ব্যবসায়ীর বসত ঘরের তিনটি বিছানার নিচ থেকে ও তার গোডাউন থেকে ৮ মণ পলিথিন ও এক লাখ মিটার কারেন্ট জাল, চার হাজার মিটার খুটাজালসহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। পরে এসব জাল ও পলিথিন আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, ‘তথ্য পেয়ে অভিযান চালিয়েছি। এসময় বিপুল পরিমাণ পলিথিন ও অবৈধ জাল জব্দ করা হয়। ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছি।’

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়