ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ নভেম্বর ২০২৪  
চট্টগ্রামে ডেঙ্গুতে ২ মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন:

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, সোমবার বিকেল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। 

সবশেষ মারা যাওয়া দুই জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে চার জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ছয় জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়