ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:২১, ১৯ নভেম্বর ২০২৪
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মধুপুরে পিকআপ ও বাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে চার জনের মধ্যে পিকআপের চালক ও তার সহযোগী এবং দুজন পিকআপের যাত্রী রয়েছে জানা গেছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) দুলাল মিয়া বলেন, ‘‘বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চার জন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাওছার/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়