ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

কালীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৯ নভেম্বর ২০২৪  
কালীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ ওরফে লাল মিয়ার (৪৩) ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওই ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামে এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিএনপি নেতা সাদেক শেখের সভাপতিত্বে ও যুবদল নেতা মোজাহিদুল ইসলাম রাসেলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, মোক্তার হোসেন, শ্রমিকদল নেতা ইমান আলী, যুবদল নেতা জিতু মিয়া, ছাত্রদল নেতা স্বপন মির্জা, ওয়াসিমুল ইসলাম, কাশেম মির্জা প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, গত ১২ নভেম্বর পৌরসভার দেওপাড়া ফেরিঘাট এলাকায় বিএনপি নেতা লাল মিয়ার ওপর সন্ত্রাসী হামলা হয়। এ সময় লাল মিয়ার মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে হামলাকারীরা রাস্তায় ফেলে চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ ঘটনায় সন্ত্রাসী সাইফুলসহ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। 

এ সময় কালীগঞ্জ পৌর, ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে কালীগঞ্জ থানা পুলিশের এক অভিযানে হামালার ঘটনায় এজাহারনামীয় ৫নং আসামি সেলিম ভুঁইয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তার সেলিম ভুঁইয়া কালীগঞ্জ পৌর এলাকার উত্তর দেওপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় হামলার শিকার লাল মিয়ার স্ত্রী রাশিদা আক্তার বাদী হয়ে গত ১৫ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে সাইফুলকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলার ৫নং এজাহারনামীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে গাজীপুরে চালান করা হয়েছে। 

ওসি আরও বলেন, মামলার বাকী আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে দল বা মতের হক স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

ঢাকা/রফিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়