ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নড়াইলে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৯ নভেম্বর ২০২৪  
নড়াইলে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নড়াইলে কৃষকের মাঝে বীজ বিতরণ

নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার প্রমুখ।

আরো পড়ুন:

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হবে।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়