ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ইবির বাস চাপায় মৃত্যু, মারধরে চালক আহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৯ নভেম্বর ২০২৪  
ইবির বাস চাপায় মৃত্যু, মারধরে চালক আহত

কুষ্টিয়া শহ‌রের জেলখানা মোড় এলাকায় ইবি শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়

কু‌ষ্টিয়ায় ইসলামী বিশ্ব‌বিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী‌দের বহনকারী এক‌টি ডবল ডেকার বা‌সের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় ‌বিক্ষুদ্ধ লোকজন বাস‌টি ভাঙচুর ক‌রে চালক‌কে মারধর করেন। পরে আহত চালককে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি করা হয়। 

মঙ্গলবার (১৯ ন‌ভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহ‌রের জেলখানা মোড় এলাকায় ঘটনাটি ঘ‌টে বলে জানিয়েছেন কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শিহাবুর রহমান। 

মারা যাওয়া জাহিদুল ইসলাম শহ‌রের হাউজিং এ ব্লকের বা‌সিন্দা। তিনি পেশায় দ‌র্জি ছিলেন। 

আরো পড়ুন:

আহত বা‌সচাল‌কের নাম সে‌লিম‌।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকা‌লে জা‌হিদুল বাড়ি থেকে বাইসাইকেলে করে কাস্টম মোড়ের দোকানে যাচ্ছিলেন। জেলখানা মো‌ড়ে ইসলামী বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী এক‌টি ডাবল ডেকার বাস জা‌হিদুলকে চাপা দেয়। এসময় চালক বাস না থা‌মি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা করেন। বিক্ষুদ্ধ লোকজন ধাওয়া ক‌রে বাস‌টি‌কে সেন্ট্রাল ক‌লে‌জের সাম‌নে থে‌কে আটক ক‌রে। লোকজন বাসের গ্লাস ভাঙচুর ও চালক‌কে মারধর করেন। প‌রে পুলিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। আহত বা‌সচাল‌ক‌ সে‌লিম‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ব‌লেন, ‘ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। লাশ ম‌র্গে র‌য়ে‌ছে।’ 

ইসলামী বিশ্ব‌বিদ্যালয়ের প‌রিবহন অ‌ফি‌সের ডেপু‌টি রে‌জিষ্ট্রার মওদুদ আহ‌মেদ পরাগ ব‌লেন, ‘ঘটনার পর বা‌সের গ্লাস ভাঙচুর করা হ‌য়ে‌ছে। চালক‌ সে‌লিম‌কে মারধর করা হ‌য়ে‌ছে।’ 

ও‌সি শিহাবুর রহমান ব‌লেন, ‘বাসচালক‌কে মারধর করেছে বিক্ষুদ্ধ জনতা। তা‌কে জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বাস‌টি পু‌লিশের হেফাজ‌তে র‌য়ে‌ছে।’

ঢাকা/কাঞ্চন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়