ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

রেললাইনে হেঁটে যাওয়া বৃদ্ধ ট্রেনের ধাক্কায় নিহত

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ নভেম্বর ২০২৪  
রেললাইনে হেঁটে যাওয়া বৃদ্ধ ট্রেনের ধাক্কায় নিহত

চাটমোহর উপজেলার সিঙের জোলা ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়

পাবনার চাটমোহর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর তথ্য জানা গেছে, দুপুরে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের উপর দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি ব্রিজের নিচে নদীতে পড়ে যায়। নদীর স্রোতে ভেসে যাওয়ার মুহূর্তে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার পর তিনি মারা যান।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। যেহেতু ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে, তাই সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়