ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে দিদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৯ নভেম্বর ২০২৪  
গোপালগঞ্জে দিদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপিকে গ্রেপ্তার করেছে পুলিশ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “রিমান্ডের আবেদন জানিয়ে ইউপি চেয়ারম্যানকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে গতকাল সোমবার মধ্যরাতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় সেতুর ওপর থেকে প্রণব বিশ্বাস বাপিকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

ওসি সাজেদুর রহমান বলেন, “কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে (প্রণব বিশ্বাস বাপি) গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে ইউপি চেয়ারম্যানকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী গাড়িবহর নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা চালায়। এ সময় তারা শওকত আলী দিদারকে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রাখেন। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা সংসদ সদস্য নাজমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম সহ ১১৭ জনের নাম উল্লেখ করে এবং ১৫০০ জনকে নাম না জানা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। 

ঢাকা/বাদল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়