ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিআরডিবি কর্মকর্তার মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১৯ নভেম্বর ২০২৪  
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিআরডিবি কর্মকর্তার মৃত্যু 

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় মঙ্গলবার দুর্ঘটনায় বিআরডিবি কর্মকর্তা নুরুল ইসলাম মারা যান

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম সিকদার (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক লাভলু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা এ তথ্য জানান। 

নিহত‍ নুরুল ইসলাম সিকদার গোপালগঞ্জ শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা ছিলেন।

আরো পড়ুন:

এসআই রোমান মোল্যা জানান, বিআরডিবি কর্মকর্তা নুরুল ইসলাম সিকদার ঠিকাদারি কাজ শেষ করে মোটরসাইকেলে করে সদর উপজেলার কাঠি থেকে নওজ বাড়ির দিকে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছন সিটে থাকা নুরুল ইসলাম সিকদার মারা যান।

 তিনি আরো জানান, মোটরসাইকেলটির চালক লাভলু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়