ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

তালায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৯ নভেম্বর ২০২৪  
তালায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী জাফর মোড়ল (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দিন।

মারা যাওয়া জাফর পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মৃত জবেদ আলী মোড়লের  ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১টার দিকে জাফর বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি পণ্যবাহী ট্রাক জাফরের বাইসাইকেলকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাফরের মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দিন বলেন, ‍‍“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়