পাবনায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মোহাম্মদ তুষার আলী
পাবনার ঈশ্বরদী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত শ্রমিক মোহাম্মদ তুষার আলী (২৬) মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তুষার আলী ঈশ্বরদী পৌর এলাকার ইসলামপুর পূর্বপাড়া (ভূতেরগাড়ি) গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে। তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, ৮-৯ দিন আগে তুষারের শরীরে জ্বর আসে। এরপর ক্রমাগত জ্বরের মাত্রা বাড়তে থাকলে ঈশ্বরদীতে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসার পর সোমবার (১৮ নভেম্বর) রাতে তুষার মারা যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। গত ৫-৭ দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিল। প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে কাজ করছি।’’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া তুষার আলী এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অগ্রগামী ছিলেন। তিনি হিউম্যান এইড ব্লাড ডোনার সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠনের নীতিনির্ধারণী পরিষদের সদস্য ছিলেন।
ঢাকা/শাহীন/বকুল