ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম 

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:২৫, ১৯ নভেম্বর ২০২৪
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম 

স্কুল ক্যাম্পাসে ছাত্রীকে কুপিয়ে জখম করা হয়

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত ওই বখাটেসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বেতাগী উপজেলায় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুল ক্যাম্পাসে রামদা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বখাটেরা।

আরো পড়ুন:

বরগুনার সার্কেল এসপি আব্দুল হালিম জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন পুটিয়াখালীর গাবুয়া গ্রামের হক মিয়ার ছেলে হাসান শিকদার। প্রস্তাবে রাজি না হওয়ায় দুপুরের দিকে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে ৮ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে। আটক হাসানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। অন্য দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার ঢালী বলেন, বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীকে কুপিয়েছেন। এ বখাটে এর আগেও একাধিকবার বিরক্ত করেছেন। এর বিচার চান তিনি।

ঢাকা/ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়