ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নিখোঁজ রিমনকে ফিরে পেতে মায়ের আকুতি

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৩৩, ১৯ নভেম্বর ২০২৪
নিখোঁজ রিমনকে ফিরে পেতে মায়ের আকুতি

মাদরাসায় যাওয়ার কথা বলে গত ১৫ নভেম্বর বাড়ি থেকে বের হয় আব্দুল আহাদ রিমন (১৪)। এরপর থেকেই নিখোঁজ সে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। এমনকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও ছেলেকে ফিরে পাননি বলে মঙ্গলবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলন করে জানিয়েছেন রিমনের মা আয়শা বেগম। তিনি তার সন্তানকে সুস্থভাবে ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন প্রশাসনের প্রতি। 

রিমন মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের রিপন সন্নমত ও আয়েশা বেগম দম্পতির ছেলে।

মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রাম মাদরাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়শা বেগম জানান, ‌রিমন কুচিয়ামোড়া গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরকশায় করে ধুলগ্রাম মাদরাসায় যেতো। গত ১৫ নভেম্বর সে মাদরাসায় যেতে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। মাদরাসায় খোঁজ নিয়ে জানতে পারেন রিমন মাদরাসাতেও যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এখন পর্যন্ত রিমনের কোনো খোঁজ মেলেনি।

আয়েশা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কারো সঙ্গে আমাদের বিরোধ নেই। আমার ছোট ছেলে কারো সঙ্গে সেভাবে মিশত না। একটাই চাওয়া, যেকোনো মূল্যে আমার ছেলেকে প্রশাসন যেন সুস্থভাবে উদ্ধার করে আমার কাছে ফেরত দেয়।” 

মাদারীপুর সদর মডেল থানার ওসি আল মামুন বলেন, “মাদরাসা ছাত্র রিমনকে উদ্ধারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত যাতে তাকে উদ্ধার করা যায় সে চেষ্টাই করা হচ্ছে।”

ঢাকা/বেলাল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়