ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:০২, ২০ নভেম্বর ২০২৪
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

স্কুলে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে ঢুকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে বেতাগী থানায় সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। 

এর আগে মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলায় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হক মামলার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “এই ঘটনায় প্রধান অভিযুক্ত হাসান সিকদারসহ সাত জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা। এ মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।” 

তিনি আরও বলেন, “অভিযুক্ত হাসানকে আজ বুধবার আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে অন্যান্য আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।” 

ওই শিক্ষার্থীর বাবা বলেন, “আমার মেয়ের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তবে, বখাটে হাসানের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।” 

এদিকে এই বিষয়ে অধিকতর তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত হাসান। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/ইমরান/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়