ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, আপ লাইনে চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী লাইনে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ঢাকা অভিমুখী ৬০১নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি বড়হরণ এলাকায় যাওয়ার পর পেছনের দিকের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
ঢাকা/মাইনুদ্দীন/ইমন