ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:১৮, ২০ নভেম্বর ২০২৪
দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ

গাজীপুরের জিরানী ও চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুই কারখানার শ্রমিকরা।

এর মধ্যে, বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে পঞ্চম দিনের মতো আজ সকাল ১০টায় গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা।

অপরদিকে, জিরানী এলাকায় বাসচাপায় তিন শ্রমিক আহতের ঘটনায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা। এ সময় তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবি জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রেখে আন্দোলন করার দাবি জানান তারা।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘‘গত বৃহস্পতিবার থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। আজও তারা সড়কে নেমেছেন। এছাড়া, বাসচাপায় তিন শ্রমিক আহতের প্রতিবাদে আরও একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। বর্তমানে চন্দ্রা-নবীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়