ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২০ নভেম্বর ২০২৪  
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজ মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নারিকলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ মোল্লা উপজেলার শুক্তাগড় এলাকার লিয়াকত আলী মোল্লার ছেলে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় লাবু মোল্লার পুকুরে মাছ ধরতে যান মাহফুজ। এ সময় পুকুরের পানি নিষ্কাশনের জন্য পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা মাহফুজকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অলোক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়